দেশজুড়ে

আশুলিয়ায় ভাঙ্গারির গোডাউনে আগুন

সাভারের আশুলিয়ায় ভাঙ্গারি ও প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শনিবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকার আমিনুল ইসলাম ও শহীদ নামের দুই ব্যক্তির মালিকানাধীন ভাঙ্গারি ও প্লাস্টিকের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, গোডাউনগুলোতে ভাঙ্গারি ও প্লাস্টিকের মালামাল রাখা হতো। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

Advertisement

আল-মামুন/এএএইচ