আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে একদিনে শনাক্ত ১৪ হাজার ছাড়াল

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। দেশটির প্রতিটি রাজ্যেই প্রতিদিন রেকর্ডসংখ্যক রোগী শনাক্ত হচ্ছেন। ভোটের উত্তাপ ছড়ানো পশ্চিমবঙ্গেও বেড়েছে সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন রোগী। এ নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৮ হাজার ৬১ জনে।

Advertisement

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন। তাদের মধ্যে কলকাতার বাসিন্দা ২০ জন, উত্তর ২৪ পরগনায় ১২, হাওড়ার ৬, মালদহের ৫, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে মারা যান।

এ নিয়ে মহামারিতে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৮৪ জনে। শনিবার (২৪ এপ্রিল) রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৫ হাজার ৬০টি নমুনা পরীক্ষা হয়। এতে ১৪ হাজার ২৮১ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের হার ২৫ দশমিক ৯৪ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে শুধু কলকাতারই দুই হাজার ৯৭০ জন।

Advertisement

শনাক্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে এই জেলায় আক্রান্ত দুই হাজার ৮২১ জন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৮২২ জন, হাওড়া ৭৯৭ জন, পশ্চিম বর্ধমানে ৭৬৮ জন, হুগলিতে ৬২৩, পূর্ব বর্ধমানে ৪৫২ এবং পূর্ব মেদিনীপুরে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। পশ্চিমবঙ্গে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮১ হাজার ৩৭৫ জন। রাজ্যটিতে সুস্থতার হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ।

এদিকে সংক্রমণ রুখতে গত জানুয়ারি থেকে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ লাখ ২১ হাজার ৯৯৪ জনকে টিকা দেয়া হয়েছে।

এএএইচ

Advertisement