জাতীয়

সারাদেশে টিকা নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ

দেশে গত ২৭ জানুয়ারি প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।

Advertisement

এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। আজ শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন এবং নারী ২২ লাখ দুই হাজার ৫৭৪ জন)। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন এবং নারী সাত লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশে আজ (২৪ এপ্রিল) আরও দুই লাখ সাত হাজার ৫১৫ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ৩২১ জন (পুরুষ এক লাখ ১৭ হাজার ৩৩ জন এবং নারী ৭০ হাজার ২৮৮ জন)। এছাড়াও এদিন প্রথম ডোজের টিকা নেন আরও ২০ হাজার ১৯৪ জন (পুরুষ ১২ হাজার ২৭০ জন এবং নারী সাত হাজার ৯২৪ জন)। এখন পর্যন্ত উভয় ডোজের টিকা নেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন ৯৯০ জন।

Advertisement

এমইউ/এআরএ/এমকেএইচ