তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লার চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা আরও বেড়ে গেছে। নির্বাচনকে ঘিরে পৌর এলাকার আনাচে-কানাচে এখন পূর্ণ নির্বাচনী আমেজ বিরাজ করছে। তবে বিএনপিতে একক প্রার্থী থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থী বাছাই নিয়ে চরম সঙ্কটের মুখে পড়তে হবে দলের শীর্ষ নেতাদের। জানা যায়, চান্দিনা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের পাঁচ প্রার্থীর দৌঁড়ঝাপ চলছে। প্রার্থীরা দলীয় মনোনয়নের প্রত্যাশায় প্রতিদিনই স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ ও তার একমাত্র ছেলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন। কোনো কোনো প্রার্থী এমপির পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের কাছেও জোর তদবির অব্যাহত রেখেছেন। আবার স্থানীয় সাংসদ নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় আসছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর কোনো কোনো প্রার্থী তার অনুসারী নেতা-কর্মীদের নিয়ে দাউদকান্দি টোল প্লাজা থেকে মোটরসাইকেল নিয়ে অভ্যর্থনা জানিয়ে আসছেন। ওই সাংসদ যতদিন এলাকায় অবস্থান করেন প্রার্থীদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক পৌর প্রশাসক কাজী জাহাঙ্গীর আলমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার মফিজুল ইসলাম, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী রফিকুল ইসলাম।চান্দিনা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। তাই দলীয় এ নির্বাচনে প্রার্থী হতে অনেক নেতাই চাইবেন। তবে শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে এ নির্বাচনে একক প্রার্থী দেয়া হবে। অপরদিকে এ নির্বাচনে এ পর্যন্ত বিএনপির একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এখানে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমগীর খাঁনকে একক প্রার্থী ঘোষণা দিয়ে বিজয় নিশ্চিত করতে চায় বিএনপি। চান্দিনা উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে দল যাকে মনোনয়ন দেবে নেতা-কর্মীরা তার বিজয়ের লক্ষ্যেই কাজ করে যাবে। এছাড়া সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার এবং গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়া মো. আবু তাহের ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চান্দিনা পৌরসভা এলাকার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৪৭ জন ও নারী ভোটার ১৪ হাজার ৭৪৩ জন।এসএস/এমএস
Advertisement