করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন।
Advertisement
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টার সময় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তিনি দীর্ঘ ৩৫ বছর গ্রামীণ ব্যাংকে কর্মরত থেকে গ্রামীণ পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন। শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলায় চাওনা গ্রামের বাসিন্দা ছিলেন। গ্রামীণ ব্যাংক পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সংহতি জ্ঞাপন করা হয়।
Advertisement
ইএআর/এআরএ/এএসএম