তথ্যপ্রযুক্তি

মোবাইলে বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করবেন যেভাবে

মোবাইল অপারেটরদের নিত্য নতুন সার্ভিস সম্পর্কে জানাতে বিজ্ঞাপনের এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করলেও অনেক সময় এটি বিরক্তিকর পর্যায়ে পৌঁছায়। এজন্য এটি প্রয়োজনে বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সংক্রান্ত সার্ভিস চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

Advertisement

শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসি জানায়, ক্ষেত্রবিশেষে গ্রাহকদের নিকট এসব এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সার্ভিসটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেভাবে বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করবেন

গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

Advertisement

বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৮*৬# নম্বরে। রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।

এইচএস/এমএইচআর/জিকেএস