ফিচার

আজকের ধাঁধা : ২৯ নভেম্বর ২০১৫

ধাঁধা :১. ‘অতিশয় রাগী দেয় ঘুম ভাঙ্গাইয়া,     যেতে চায় না কিছুতে বিছানা ছাড়িয়া।     এরূপ নিষ্ঠুর দেখি নাই কখন     দংশন করিয়া করে জ্বালাতন।’-বলুন তো কে সে?২. ‘অতি ছোট প্রাণিটি     লাল রক্ত খায়,     বড় বড় গাছের সঙ্গে     যুদ্ধ করতে যায়।’-প্রাণিটির নাম কী?৩. ‘অতি ক্ষুদ্র- যায় না দেখা     যন্ত্রে কিংবা চোখে,     করছে ক্ষতি- সাধ্য কার     মারে কিংবা রোখে।’- কার এমন সাহস?৪. ‘অতি ক্ষুদ্র মুখ তার, বৃহৎ শরীর     হস্তপদ নাহি তার, উদর গভীর।     তরল খাবার খায় করিয়া আনন্দ     রাত্রিতে খাবার বিনে করে সব অন্ধ।’- বলুন তো জিনিসটি কী?উত্তর :১. ছারপোকা২. উঁইপোকা৩. ভাইরাস৪. প্রদীপএসইউ/এমএস

Advertisement