করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮৬ ও আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭১৬ জনে।
Advertisement
শনিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৮১০ নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ২০৯ জন এবং উপজেলার ৭০ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৩০ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫ জন, মেডিকেল সেন্টার ল্যাবে আটজন, এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের পাঁচজনের করোনা শনাক্ত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
এসব অভিযানে ৪৫ মামলায় মোট ১৯ হাজার ১৯০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য এক হাজার পিস মাস্কও বিতরণ করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত এবং লকডাউন বাস্তবায়নে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানা যায়।
Advertisement
মিজানুর রহমান/এমএসএইচ