খেলাধুলা

চতুর্থ দিনের জন্য যে পরিকল্পনা বাংলাদেশের

উইকেট যেভাবে ব্যাটসম্যানদের পক্ষে কথা বলছে, পাল্লেকেলে টেস্টে ফল বের করা কঠিন হবে। ৫৪১ রানের পাহাড় গড়েও তাই স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় দিন শেষেও জয়ের কথা ভাবতে পারছে না। শ্রীলঙ্কাও যে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে, ৩ উইকেটে তুলেছে ২২৯ রান।

Advertisement

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকা তাইজুল ইসলাম মানছেন, জেতার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এমতাবস্থায় চতুর্থ দিনে বোলারদের কী পরিকল্পনা থাকবে, সেটাও জানালেন বাঁহাতি এই স্পিনার।

তাইজুল বলেন, ‘এখন যে পরিস্থিতি, সত্যি বলতে জেতার মতো পরিস্থিতি হয়নি। এই উইকেটে বিশেষ হেল্প নেই, স্পিনার বা পেসার যার জন্যই বলেন। আমাদের ডিসিপ্লিনের মধ্যে থেকে কাজ করতে হবে এবং আমরা যদি তা করতে পারি, রান চেক দিয়ে, সব কিছু মিলিয়ে, তাড়াতাড়ি একটু ইউজ করতে পারলে আমরা জেতার জায়গায় যেতে পারব।’

চতুর্থ দিনে বিশেষ কী পরিকল্পনা থাকবে? তাইজুল বলেন, ‘উইকেট ভালো, অনেক ভালো। আমি প্রথমেই বলছি আমাদের কালকেও প্ল্যান থাকবে ফিল্ডিং প্রোটেকশন নিয়ে ডিসিপ্লিনড উপায়ে বোলিং করা। আমরা হয়তো জেতার জন্যই খেলব, কিন্তু কোনো সময় যেন আমাদের থেকে হাতছাড়া না হয়।’

Advertisement

তৃতীয় দিনে বেশ ভালো বোলিং করেছেন তাসকিন আহমেদ। ১৪০ কিলোমিটারের আশেপাশে গতিতে নিয়মিত ডেলিভারি দিয়েছেন, ১২ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেটও।

তাসকিনের ছন্দে ফেরা নিয়ে তাইজুল বলেন, ‘মাশা্আল্লাহ, ভালো বোলিং করেছে। লাইন লেংথ বজায় রেখে থ্রেট বোলিং করেছে। আশা করি কালকেও যেন এই এফোর্টটা দিতে পারে, এই এফোর্টটা দিলে হয়তবা আমাদের টিমের জন্য খুব ভালো হবে।’

এমএমআর/জেআইএম

Advertisement