সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব ও তার বড় ছেলে করোনামুক্ত হয়েছেন।
Advertisement
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এই আইনজীবী নিজে তার ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ্! আল্লাহ মহান এবং পরম দয়ালু! দীর্ঘ ২১ দিনের রুদ্ধশ্বাস এবং অতঃপর আজ পরিবারের সবার বহু প্রতীক্ষিত “Covid 19 Negative”!
পরে তিনি জাগো নিউজকেও বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়েছে।
Advertisement
পল্লব নিজের এবং তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ৫ এপ্রিল ব্যারিস্টার পল্লব জানিয়েছিলেন, তিনি এবং তার বড় ছেলে করোনা পজিটিভ।
তখন তিনি বলেছিলেন, আমরা পরিবারের সবার কোভিড-১৯ টেস্টের জন্য স্যাম্পল দিই। পরে হাসপাতাল থেকে আমার এবং বড় ছেলের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।
এফএইচ/এমআরআর/জেআইএম
Advertisement