ক্যাম্পাস

৮ মাসে শিক্ষাবর্ষ শেষ করার পরিকল্পনা সাত কলেজের

সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের এক বছরের শিক্ষাবর্ষ আটমাসের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সাত কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার ক্ষতি পুষিয়ে নিতে ও সাত কলেজে পূর্ব থেকেই বিদ্যমান সেশনজট কাটিয়ে উঠতেই এমন পরিকল্পনার কথা ভাবছে কর্তৃপক্ষ।

সরকারি সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বছরভিত্তিক সেশনকে আটমাস করা সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সাত কলেজেও আমরা সেটি কার্যকর করব। আমাদের আগে থেকেই কোর্সের সময় কমিয়ে আনার বিষয়ে পরিকল্পনা ছিল। আমরা সাত কলেজ কো-অর্ডিনেশন করে আটমাসের মধ্যে কোর্স শেষ করার চেষ্টা করব। শিক্ষার্থীদের কোর্স শেষের বিষয়ে আপত্তি না থাকলে ৮-৯ মাসের মধ্যে পরীক্ষাও নিয়ে নেব।

ঈদুল ফিতরের পরে কলেজ খুললেই অনুষ্ঠিত হবে এমন পরীক্ষাগুলোর সময়সূচির বিষয়ে জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, দুই- তিনটা পরীক্ষার সময়সূচি তৈরি করা আছে। চলমান লকডাউনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকায় সেটা প্রকাশ করা সম্ভব হয়নি। অফিসিয়াল কিছু কার্যক্রম বাকি আছে। অফিস খুললেই সময়সূচি ঘোষণা করা হবে আশা করছি।

Advertisement

‘একইসঙ্গে মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি নিয়েও কাজ চলছে। ডিগ্রির শিক্ষার্থী কম হওয়ায় বেগম বদরুন্নেসা কলেজ বা যে কোনো এক কলেজ কেন্দ্রে আমরা পরীক্ষা নিয়ে নেব’ বলেন সেলিম উল্লাহ খোন্দকার।

নাহিদ হাসান/এএএইচ/এএসএম