দেশজুড়ে

দুর্গাপ্রসন্নের আবির্ভাবতিথী উৎসবে লাখো মানুষের সমাগম

পিরোজপুরে কাউখালীতে ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর ১২৪তম আবির্ভাবকে উপলক্ষে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপি ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে। এ উৎসবের তৃতীয় দিনে শনিবার দেশ ও বিদেশের লাখো ভক্তবৃন্দ ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে।শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর ১২৪তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপুণ্যার্থে বিশ্ব শান্তি কামনায় এ উৎসবে ২৪ প্রহরব্যাপি তারকাব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হচ্ছে।এছাড়া মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। সমাপনী দিনের মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলাসহ রকমারি জিনিসের পসরা সাজিয়েছে বসেছেন কয়েক হাজার ভাসমান দোকানি। পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূর-দূরান্ত থেকে দোকানিরা এসেছেন এই মেলায়। শীতের গরম কাপড়, শিশুদের বিনোদনেরও অনেক খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ আনন্দমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।উৎসবে দেশের ভক্তবৃন্দসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হয়েছেন।  শ্রীগুরু সংঘ বাংলাদেশ-এর কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে। উৎসবকে ঘিরে প্রসাশনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।হাসান মামুন/বিএ

Advertisement