ধর্ম

আল্লাহর রহমতে সিক্ত হতে যে দোয়া পড়বেন রোজাদার

রহমতের শেষ দিন আজ। আল্লাহর রহমত পাওয়ার অগাধ আস্থা ও বিশ্বাস রেখে ক্ষমা প্রার্থনার প্রস্তুতি নেবে রোজাদার মুসলমান। তাই প্রত্যেক রোজাদার ক্ষমার দশকে সফল হতে আল্লাহর রহমত পেয়ে সফল হতে এ দোয়া বেশি বেশি পড়বেন-

Advertisement

اَللَّهُمَّ اجْعَلْنِيْ فِيْهِ مِنَ الْمُتَوَكِّلِيْنَ عَلَيْكَ، وَاجْعَلْنِيْ فِيْهِ مِنَ الْفَائِزِيْنَ لَدَيْكَ، وَاجْعَلْنِيْ فِيْهِ مِنَ الْمُقَرَّبِيْنَ إلَيْكَ, بِإِحْسَانِكَ يَا غَايَةِ الطَّالِبِيْن

উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআলনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইকা; ওয়াঝআলনি ফিহি মিনাল ফায়িযিনা লাদাইকা; ওয়াঝআলনি ফিহি মিনাল মুক্বাররাবিনা ইলাইকা; বিইহসানিকা ইয়া গায়াতিত ত্বালিবিন।’

অর্থ : ‘হে আল্লাহ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত করো। তোমার অনুগ্রহ লাভের মাধ্যমে আমাকে সফলকামীদের অন্তর্ভূক্ত করো এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ আশ্রয়স্থল।’

Advertisement

আরও পড়ুন > রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না

রোজাদারের জন্য একটি কথা মনে রাখা জরুরি-

আল্লাহ তাআলা মন্দ কাজ সংঘটিত হওয়ার সব বিষয়গুলোকে হালকা করেছেন রোজাদারের ইবাদত-বন্দেগি করার জন্য। জান্নাতের দরজা খুলে দিয়েছেন জান্নাতি পরিবেশ লাভের জন্য। আবার জাহান্নামের দরজা ও শয়তানকে বেড়ি পড়ানোর মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে দিয়েছেন।

সুতরাং এরপরও যদি মানুষ খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে না পারে, মন্দ কাজের প্রভাবমুক্ত হয়ে ভালো কাজের দিকে অগ্রসর হতে না পারে, তবে এর চেয়ে হতভাগা আর কে হতে পারে?

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমতের দশকে অনুগ্রহ লাভ করার মাধ্যমে রমজানের দ্বিতীয় ও তৃতীয় দশকে মাগফেরাত ও নাজাতের উপযোগী করে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম