দেশজুড়ে

সিলেটে গোয়েন্দা পুলিশের মাস্ক বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন কার্যকর ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে দিনরাত কাজ করছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Advertisement

নগরের অন্তত ১০ পয়েন্টে লকডাউন ও স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করছে পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে গত ৫ এপ্রিল লকডাউন শুরুর পর থেকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকারের দিকনির্দেশনায় নগরীরর বন্দরবাজার, জিন্দাবাজার, হুমায়ুন রশিদ চত্বর, সোবহানিঘাট, আম্বরখানা, মুক্তিযোদ্ধা চত্বরসহ বিভিন্ন পয়েন্টে এসব কর্মসূচি পালন করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা মাস্ক বিতরণ, জনসচেতন মূলক অভিযান প্রচারণা, লকডাউন বাস্তবায়নে সরকার নির্দেশিত বিধি বিধান সমূহ পালনে জনসাধারণকে সচেষ্ট করার দায়িত্ব পালন করছেন।

এসময় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি ও গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম