সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সু-শিক্ষা গ্রহণ করে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। সু-শিক্ষা গ্রহণের ভিত্তিতে উন্নত সমাজ গঠন করা সম্ভব। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করে দেশ থেকে মীরজাফর ও বিশ্বাস ঘাতকদের চিরতরে উচ্ছেদ করবো।শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ার সাচার ডিগ্রি কলেজ ও এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সাচার ডিগ্রি কলেজকে সরকারিকরণের যথাযথ পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পদক্ষেপ নেয়া হবে।কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামা লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।ইকরাম চৌধুরী/বিএ
Advertisement