করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার নমুনা পরীক্ষা আগামী শনি বা রোববার করা হবে।
Advertisement
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
শামসুদ্দিন দিদার বলেন, ‘আজ রাত সাড়ে ৯টার দিকে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন ম্যাডামের (খালেদা জিয়া) বাসায় প্রবেশ করেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা শেষে অধ্যাপক জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।’
Advertisement
উল্লেখ্যে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এর পর ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। এরপর থেকে চিকিৎসকরা তার বাসায় গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন।
কেএইচ/এমএসএইচ