দেশজুড়ে

রাজশাহীতে ৭ দিনব্যাপী বই মেলা শুরু

রাজশাহীতে সাত দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে মেলাটির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মেলায় ৬০টি বইয়ের দোকান স্থান পেয়েছে। এ মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর মেলার শেষ হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সিমিতির সহযোগিতায় এ বই মেলার আয়োজন করা হয়েছে।মেলা উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মুনির হোসেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুর রহমান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ ও রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ। শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

Advertisement