দেশজুড়ে

করোনায় কোচিং সেন্টার খুলে দিলেন জরিমানা

করোনায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে বিএন কোচিং সেন্টার খোলা রাখায় পরিচালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।

স্থানীয়রা জানান, সদর থানা রোডস্থ ফারুক ভিলার নীচতলায় অবস্থিত বিএন কোচিং সেন্টারে নিয়মিত শিক্ষার্থীদের কোচিং করানো হয়। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় করোনা পরিস্থিতির মধ্যে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং খোলা রাখায় সেন্টারের পরিচালক উপজেলার আজগানা ইউনিয়নের লতিফপুর গ্রামের মো. নাজির আহমেদকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

একই দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংও কারা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।

Advertisement

এস এম এরশাদ/এএইচ/জেআইএম