গণমাধ্যম

বিএফইউজে নির্বাচন : সভাপতি আলতাফ মহাসচিব ফারুক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের আনু্ষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি আলতাফ মাহমুদ ও মহাসচিব ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাফর ওয়াজেদ।এছাড়া যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, কোষাধ্যক্ষ মধুসূধন মণ্ডল, নির্বাহী পরিষদ সদস্য হিসেবে স্বপন দাশ গুপ্ত, মফিদা আকবর, শফিউদ্দিন আহমেদ বিটু ও সৈয়দ ইশতিয়াক রেজা নির্বাচিত হয়েছেন। ফলাফল দেখতে ক্লিক করুনশনিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। সাংবাদিকদের সংগঠন বিএফইউজের দুই বছর মেয়াদকালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে জলিল-কামাল পরিষদ, আলতাফ মাহমুদ ও মোল্লা জালাল পরিষদ, প্যানেলের বাইরে মহাসচিব পদে ওমর ফারুক এবং ঢাকায় যুগ্ম-মহাসচিব পদে আব্দুল মজিদ ও সদস্য পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ এবং বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন।মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ওমর ফারুক (বাসস), খায়রুজ্জামান কামাল (বাসস) ও মোল্লা জালাল (এনএনবি)। এছাড়া কোষাধ্যক্ষ পদে মধুসূদন মণ্ডল (বাসস)ও আতাউর রহমান (বাসস) প্রতিদ্বন্দ্বিতা করেন।বিএফইউজের সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ সারাদেশের তিন হাজার ২৬৩ ভোটারের ভোটে নির্বাচিত হবেন। বাকি পদগুলোতে বিভাগ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়।এএস/এসএইচএস/এএইচ/আরআইপি

Advertisement