আন্তর্জাতিক

করোনায় মারা গেলেন সীতারাম ইয়েচুরির ছেলে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির (৩৪) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৬টায় গুরুগ্রামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

ছেলে হারানোর কথা টুইটারে জানিয়ে সীতারাম ইয়েচুরি লিখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সকালে করোনায় আমি আমার বড় ছেলে আশিস ইয়েচুরিকে হারিয়েছি। যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্যরা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ।’

আশিস দিল্লিতে একটি সংবাদপত্রে সাংবাদিক হিসেবে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাকে প্রথমে গুরুগ্রামের হোলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।

জেডএইচ/এমকেএইচ

Advertisement