দেশজুড়ে

শহীদ তাজউদ্দীন হাসপাতালের করোনা ইউনিটে প্রশিক্ষিত জনবলের অভাব

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। ফলে আইসিইউতে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

১০০ শয্যার এ করোনা হাসপাতালটিতে ১০টি আইসিইউ বেড থাকলেও সচল রয়েছে মাত্র আটটি বেড।

হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক সহকারী অধ্যাপক মাইনুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত করোনা ইউনিটে ৪১ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন চারজন।

Advertisement

হাসপাতালের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন বলেন, বর্তমানে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য পাঁচজন মেডিকেল অফিসার, একজন করে সহযোগী ও সহকারী অধ্যাপক এবং কয়েকজন নার্স-ওয়ার্ডবয় দায়িত্ব পালন করছেন। তবে প্রশিক্ষিত নার্স ও ওয়ার্ডবয় না থাকায় রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দেয়া যাচ্ছে না।

তিনি আরো বলেন, করোনা আক্রান্তদের সুচিকিৎসার জন্য আইসিইউতে আরো ১০ জন মেডিকেল অফিসার, ৩০ জন প্রশিক্ষিত নার্স এবং ওয়ার্ডবয় প্রয়োজন।

হাসপাতালের সূত্রে জানা যায়, গত বছরের ২৩ এপ্রিল থেকে চলতি বছর ২১ এপ্রিল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে মোট ৪১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৪৩৩ জন ভর্তি হন। এরমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ২৭২ জনকে ছাড়পত্র দেয়া হয়।

এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ১৪ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও পাঁচজন নারী।

Advertisement

করোনা ওয়ার্ডে একবছরে ভর্তি হয়েছিল ৩৬৩ জন। এরমধ্যে ২৪৬ জন পুরুষ ও ১১৮ জন নারী। এখানে মারা যান ২৫ জন। এপর্যন্ত এ হাসপাতালে করোনায় মারা গেছেন ৩৯ জন।

আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ