দেশজুড়ে

হাতিয়ায় পাচারকালে হরিণসহ ৭ পাচারকারী আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে একটি জীবিত হরিণসহ সাত পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার দুপুরে বদনারচর থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, হাতিয়ার রামচরণ এলাকার সৈয়দ আহমদের ছেলে সোহরাব হোসেন (৩০), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাখওয়াত হোসেন (১৪), কাউছার মাঝির ছেলে জহির উদ্দিন (২০), ননা মিয়ার ছেলে কবির হোসেন (২৬), হক সাহবের ছেলে আশরাফ হোসেন (১৬), সুকান্ত কুমার দাসের ছেলে কান্তিলাল দাস (৩৮) ও দাসেরহাট এলাকার বেলায়েত হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৪০)।হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত লে. আমিনুল হক জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার মেঘনা নদীর বদনারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জয়নাল ব্যাপারী ও আকবর কেরাণীর একটি কার্গো বোট কোস্টগার্ড দলের সদস্যদের দেখে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্টগার্ড তাদের ধাওয়া করে ওই বোট থেকে একটি জীবিত হরিণসহ সাতজনকে আটক করে। তিনি আরো জানান ,আটকরা পাচারের উদ্দেশ্যে হরিণটি আটক করে নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তার উপস্থিতিতে দুপুরে হরিণটি কাজীর বাজার এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।মিজানুর রহমান/এআরএ/আরআইপি

Advertisement