পঞ্চগড়ের আটোয়ারীতে যাত্রী বেওয়া (৭০) নামের এক নারী হত্যার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) ছেলে জতিন চন্দ্র বর্মণকে (৩২) উপজেলার রাধানগড় এলাকা থেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
এর আগে গত ২ এপ্রিল (শুক্রবার) পারিবারিক কলহের জেরে মাকে বাসিলা (কাঠ কাটার বিশেষ যন্ত্র) দিয়ে কুপিয়ে আহত করেন জতিন চন্দ্র বর্মণকে (৩২)। পরে তাকে স্বজনরা বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া ঝাকুয়াপাড়া রমেশ চন্দ্র বর্মণের স্ত্রী যাত্রী বেওয়া। রমেশের দুই ছেলে ভবেশ চন্দ্র বর্মণ ও জতিন চন্দ্র বর্মণ। ঘটনার দিন মায়ের সাথে জগড়ার একপর্যায়ে জতিন বাসিলা দিয়ে মাকে কুপিয়ে আহত করেন। পরে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
এ ঘটনায় যাত্রী বেওয়ার বড় ছেলে ভবেশ চন্দ্র বর্মণ বাদী হয়ে বুধবার দুপুরে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
Advertisement
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জতিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সফিকুল আলম/আরএইচ/জেআইএম