রাজনীতি

মেয়র হানিফ ছিলেন রাজনীতির কিংবদন্তী : নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার আগে ও পরে মোহাম্মদ হানিফ ছিলেন রাজনীতির এক কিংবদন্তী। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে তিনিই (হানিফ) ঢাকাবাসীকে সংগঠিত করেছেন।শনিবার বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেয়র মোহাম্মদ হানিফ স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মেয়র হানিফের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম।নানক বলেন, দীর্ঘ সময় ধরে তিনি (হানিফ) এই ঢাকার গণমানুষের জন্য কাজ করেছেন। তিনি রাজনীতিতে আমাদের জন্য সাহস ও প্রেরণার উৎস। তার মৃত্যুর জন্য দায়ি খালেদা-তারেক, নিজামী ও মুজাহিদ। নেত্রীর উপর তাদের পরিকল্পিত হামলার কারণে তাকে বাঁচাতে মানব ঢাল তৈরি করে নিজের জীবন বিসর্জন দিয়েছেন মেয়র হানিফ।বাবার স্মৃতিচারণ করতে গিয়ে মেয়র হানিফের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, বাবা আমাকে প্রায় সময় বলতেন, ‘রাজনীতি সঠিকভাবে করতে পারলে, তা হয় ইবাদতের মত। সঠিকভাবে না করতে পারলে অনেক বড় পাপ।’ তিনি বলেন, আমরা হয়ত এখন ইবাদতের সেই রাজনীতি করতে পারি না। পরিবেশও নাই। তবে, পাপের রাজনীতি যেন না করি। যেন কারো ক্ষতি না করি। আমার বাবা জীবনে অনেকের উপকার করেছেন, অনেকের হয়ত করতে পারেননি। তবে, কারো ক্ষতি করেননি। তার উত্তরসূরি হিসেবে আমি বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। একই সঙ্গে বাবার মত যেন আপনাদের পাশে থাকতে পারি, কাজ করতে পারি তার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এএসএস/এসকেডি/আরআইপি

Advertisement