দেশজুড়ে

যৌতুকের দাবিতে নির্যাতন, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

নওগাঁর রানীনগরে যৌতুকের দাবিতে নির্যাতনের সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বানু শিখা (২৪) নামের এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলার পারইল ইউনিয়নের করজগ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগীর বড় ভাই আবু সিফাত বাদী হয়ে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার করজগ্রাম গ্রামের সখিন আলী ছেলে রুবেল হোসেনের সঙ্গে বড়গাছা গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে সুরাইয়া বানু শিখার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ দুইলাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ বিভিন্ন আসবাবপত্র দেয়া হয়। এরমধ্যে তাদের সংসারে মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে রুবেল হোসেন সাত লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন সময় শিখার ওপর নির্যাতন করতেন।

সর্বশেষ গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে গৃহবধূ শিখা তার ভাইকে মোবাইলে ফোনে জানায় আবারও শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে। এছাড়া শ্বশুরের সহযোগিতায় শাশুড়ি রোকেয়া ও ভাসুর রফিকুল হোসেন হাত-পা ধরে এবং স্বামী রুবেল হাসুয়া দিয়ে তাকে জবাই করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর গৃহবধূর বড় ভাই আবু সিফাত ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তার বোন ও ভাগনিকে উদ্ধার করেন।

Advertisement

এ ব্যাপারে অভিযুক্ত রুবেল হোসেন বলেন, আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ও পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

রানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, উদ্ধারের পর তাদের থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্বাস আলী/আরএইচ/এমএস

Advertisement