ক্রিকেটে ফিরতে পারেন ফিক্সিংয়ে অভিযুক্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল। তবে আন্তর্জাতিক কোনো ম্যাচে নয়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে প্রিমিয়ার লিগে খেলতে পারবে বলে জানিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।দুবাইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এন শ্রী নিবাসনের সভাপতিত্বে বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়। আপিলের প্রেক্ষিতে আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিসিবিও।আইসিসি এর এই সভায় অ্যান্টি ডোপিং ও ফিক্সিং বিষয় নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এতে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের শর্ত সাপেক্ষে ঘরোয়া লিগ খেলতে সিদ্ধান্ত দেওয়া হয়।বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। এর প্রেক্ষিতে আপিল করেছিলেন আশরাফুল। আপিলের সুফল পেয়েছেন তিনি। পরে আবার তিন বছরের শাস্তি কমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ ৮ বছরের শাস্তির মেয়াদ নেমে এসেছে ৫ বছরে।
Advertisement