বরিশালের উজিরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার। মনোনীত হয়ে শনিবার দিনভর নেতাকর্মীদের নিয়ে পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ পৌরসভা থেকে দলীয় মনোনয়নের দৌঁড়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন বালী, আওয়ামী লীগ নেতা শংকর মজুমদার, আব্দুল হাসেম সেরনিয়াবাত। তবে শেষ পর্যন্ত দলের টিকিট পেলেন গিয়াস উদ্দিন হাওলাদার।আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রার্থী মনোনীত করতে শুক্রবার রাতে উপজেলার শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাকক্ষে বৈঠকে বসেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় প্রার্থীদের মতামত এবং আবেদনপত্র গ্রহণ করে বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পরে রাত দেড়টার দিকে আবুল হাসানাত আব্দুল্লাহ শত শত উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে মো. গিয়াস উদ্দিনকে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদের কারো কিছু করার নেই। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে নিয়ে একযোগে কাজ করবো। মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন জানান, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দলের মর্যাদা রাখবো। জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সুখ-দুঃখের ভাগিদার হবো বলেও জানান তিনি। সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement