অর্থনীতি

১০ ও ৫০ টাকার প্রাইজবন্ড প্রত্যাহার

অবশেষে বাজার থেকে প্রত্যাহার হয়ে যাচ্ছে ১০ টাকা ও ৫০ টাকা মূল্যের প্রাইজবন্ড। আগামী ৩১ জানুয়ারির পর থেকে এসব প্রাইজবন্ড আর নগদায়ন করা যাবে না।বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে এক আদেশে এ কথা জানিয়ে দিয়েছে। মঙ্গলবার আদেশটি জারি করা হয়েছে বলে সূত্র জানিয়ে।সূত্র বলছে, আগামী ২০১৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ১০ টাকা ও ৫০ টাকার প্রাইজবন্ড চূড়ান্তভাবে বন্ধ হয়ে যাবে। এরপর এসব প্রাইজবন্ড আর নগদায়ন করা যাবে না। তাই উল্লেখিত সময়ের পর এসব প্রাইজবন্ডের দাবি গ্রহণযোগ্য হবে না।

Advertisement