রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে দেখতে তার চিকিৎকদের ‘অনতিবিলম্বে’ অনুমতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।
Advertisement
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজনীয় ও চিকিৎসাসেবা দিতে আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, তার (নাভালনির) স্বাস্থ্যের অবস্থার অবনতির জন্য রুশ কর্তৃপক্ষ দায়ী।
নেড প্রাইস বলেন, ‘আমরা অবশ্যই নজর রাখছি এবং আরও পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। রাশিয়ায় মানবাধিকারের স্বার্থে জনাব নাভালনির প্রয়োজনেই এটা করা উচিত।’
Advertisement
নাভালনি মারা গেলে রাশিয়াকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের হুঁশিয়ারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মন্তব্য এল।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত ১৫ এপ্রিল রাশিয়ার ১০ কূটনীতিককে যুক্তরাষ্ট্র বহিষ্কার করার পর রাশিয়াও একই সংখ্যক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে।
এমকে/এমকেএইচ
Advertisement