ক্যাম্পাস

ববির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে আটক ৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ভুয়া প্রবেশপত্রের মাধ্যমে অংশ নেয়ায় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং কর্মাশিয়াল কলেজ কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। এরপর দুপুরে আটক চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।  আটকরা হলো, রাহাতুল ইসলাম ও কবির হোসেন, রানা বিনতে রাহিয়া ও মিরাজুজ্জামান।ববির জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহামুদ রুমি জানান, নগরীর সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে ক ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং কর্মাশিয়াল কলেজ কেন্দ্র থেকে সাতজনকে আটক করে ববির অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে প্রক্সি দেয়ার জন্য দুইজন এবং ভুয়া প্রবেশপত্রে পরীক্ষায় অংশ নেয়ায় দুইজনকে আটক করে পুুলিশে সোপর্দ করা হয়েছে।ভুয়া প্রবেশপত্রে অংশ নেয়ারা পাশাপাশি পরীক্ষার্থীদের পাশ করাতে অংশ নেয় বলে স্বীকার করেছে। বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর কোতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আশুতোষ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement