আন্তর্জাতিক

করোনায় বিজেপি নেতা হনুমান মিশ্রের মৃত্যু

করোনায় মারা গেলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য হনুমান মিশ্র।

Advertisement

মঙ্গলবার (২০ এপ্রিল) লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে যোগী আদিত্যনাথের করোনা ধরা পড়ে। তিনি এখন কোয়ারেন্টাইনে আছে। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

ভারতের মহারাষ্ট্রের পর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার মহারাষ্ট্রে ৫৮ হাজার ৯২৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের সংখ্যাটা ২৮ হাজার ২১১।

Advertisement

অপরদিকে দিল্লিতে ২৩ হাজার ৬৮৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস, সংবাদ প্রতিদিন

জেডএইচ/এমকেএইচ