অর্থনীতি

বর্তমান নিয়মেই চলবে শেয়ারবাজারের লেনদেন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করেছে সরকার।

Advertisement

এই বিধিনিষেধের মধ্যে ব্যাংকের লেনদেন চলমান নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত চলবে।

ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারের লেনদেনও চলমান সময় অনুযায়ী অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

Advertisement

তিনি জানান, কমিশনের আগেই সিদ্ধান্ত নেয়া আছে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারেও লেনদেন চলবে। সরকার চলমান বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েছে। এ সময় চলমান নিয়মে ব্যাংক খোলা থাকবে। সুতরাং শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। তবে আগের মতোই এই লেনদেনে বন্ধ থাকবে প্রি-ওপেনিং। ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে সরকার এক সপ্তাহের জন্য লকডাউন দিলে ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তার প্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ব্যাংকের লেনদেন আধাঘণ্টা বাড়ানো হলে শেয়ারবাজারের লেনদেন সময় আধাঘণ্টা বাড়িয়ে সাড়ে ১২টা নির্ধারণ করা হয়।

কিন্তু ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটদিন লকডাউন আরোপ করে সরকার প্রজ্ঞাপন জারি করলে প্রথমে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকের লেনদেন বন্ধ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এরপর শেয়ারবাজারের লেনদেনও বন্ধ ঘোষণা করা হয়।

কিন্তু পরবর্তীতে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য মন্ত্রীপরিষদ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

ব্যাংক খোলার সিদ্ধান্ত আসার পর শেয়ারবাজারেও লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এমএএস/জেডএইচ/এমএস