বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ফের মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া সহকর্মীর পরিবারের পাশে আর্থিক অনুদান নিয়ে দাঁড়িয়েছে নার্সিং সংগঠনটি।
Advertisement
হাসপাতালের নার্সরা নিজের বেতন থেকে দুই লাখ টাকা তুলে দিয়েছেন করোনায় মারা যাওয়া সহকারী নার্স মো. নূরুল ইসলামের স্ত্রী-সন্তানের হাতে। একই সঙ্গে কোনো প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন বিএনএ নেতারা।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে সহযোগিতার এ অর্থ তুলে দেয়া হয় মো. নূরুল ইসলামের স্ত্রী মনিরা ইসলাম ও মেয়ে প্রিয়ন্তী ইসলামের হাতে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, সেবা তত্ত্বাধায়ক রেনোয়ারা আক্তার, উপ সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সহ সভাপতি খাদিজা বেগম, জুবেদা খানম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন প্রমুখ।
Advertisement
উল্লেখ, ২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহকারী নার্স মো. নূরুল ইসলাম। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া থানার চিনাডুলি গ্রামে। অসুস্থ হওয়ার পর চিকিৎসা থেকে শুরু করে মৃত্যুর পর লাশ বাড়ি পাঠানো পর্যন্ত বিএনএ ওসমানী শাখার নেতার সার্বিক সহযোগিতা করেন।
এর আগে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিন কোভিড আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারের পাশেও দাঁড়ায় বিএনএ ওসমানী শাখা। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত অসুস্থ সহকর্মীদের চিকিৎসায় বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠনটি।
ছামির মাহমুদ/এএইচ/এমকেএইচ
Advertisement