বিনোদন

আমিরের পাশে মমতা ও কবির সুমন

সম্প্রতি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খানের বক্তব্যে তোলপাড় চলছে দেশটিতে। বলিউডের অনেক তারকাই আমির খানকে দেশ বিরোধী বলে অপমান করে চলেছেন। এমনকি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা থেকে মিস্টার পারঢেকশনিস্টকে চড় মারার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। এহেন দুঃসময়ে প্রিয় অভিনেতার পাশে দাঁড়ালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বললেন, কারো অধিকার নেই আমিরকে পাকিস্তানে চলে যেতে বলার। তাকে দেশদ্রোহী বলাটাও অন্যায়। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতকে প্রতনিধিত্ব করেছেন।মমতা আরো বলেন, ‌‘একজন নাগরিক হিসেবে আমির যাই বলুক না কেন, তা ভুল হোক বা সঠিক হোক, মন্তব্য প্রকাশ করা তার ব্যক্তিগত অধিকার। আমির যা বলেছেন তার গণতান্ত্রিক অধিকার থেকেই বলেছেন। কারো অধিকার নেই তাকে পাকিস্তানে চলে যেতে বলার। ভারত আমাদের জন্মভূমি, আমরা সবাই ভারতীয়। যারা এসব কথা বলছে তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।’একইভাবে আমির খান পাশে পেলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি কণ্ঠশিল্পী কবির সুমন। তার মতে, আমিরের মন্তব্যের এমন তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার উপস্থিতি।তিনি বলেন, ‘সাম্প্রদায়িকা ঘৃণা এবং সন্দেহের প্রতি বিজেপি সরকার বরাবরই একটু ঝুঁকে থাকে। কিন্তু আমরা এই অসহিষ্ণুতার জন্য সরকারের ওপর সব দায় চাপাতে পারি কি? আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গিকেই দায়ী করতে হবে। আমরা যদি হুলুস্থুল করতে চাই, মানুষ আমাদের পথভ্রষ্ট হতে সাহায্য করবে। আমাদের বিবেক কোথায়।’চলতি বছর ভারতে গরুর মাংস খাওয়ার গুজবে এক মুসলমান নাগরিককে হত্যা, লেখক হত্যাসহ আরো বেশ কয়েকটি ঘটনার পর ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে। এর প্রতিবাদে ইতোমধ্যেই নিজেদের জাতীয় স্বীকৃতি ফেরত দিয়েছেন লেখক, বুদ্ধিজীবী ও চলচ্চিত্রাশিল্পীরা।আর আমির খানের বক্তব্যেও অনেকে সমর্থন দিচ্ছেন। ভারতীয় টুইটারে অনেকেই ‘#আইস্ট্যান্ডউইথআমির’ হ্যাশট্যাগ দিয়ে তাদের প্রিয় অভিনেতার পাশে দাঁড়াচ্ছেন।এলএ

Advertisement