অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ব্রাড হজকে টপকে বিপিএলে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম। ২৮ ম্যাচে ৪০.৬৩ গড়ে মুশফিকুর রহিমের রান ৭৭২। হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছেন পাঁচটি ইনিংসে। সর্বোচ্চ রান ৮৬।অপরদিকে দুইয়ে নেমে যাওয়া ব্রাড হজ তৃতীয় আসরে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলার কথা ছিল। কিন্তু এখনো সে আসেনি। প্রথম দুই আসরে বরিশাল বার্নাসের হয়ে খেলা হজ ২৩ ম্যাচে ৪২.০০ গড়ে করেছেন ৭৫৬ রান। স্ট্রাইক রেট ১৩৩.৮০। হাফসেঞ্চুরি আছে সাতটি। সর্বোচ্চ রান ৭০*। এদিকে তিনেই আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার ২৭ ম্যাচে করেছেন ৬৭৩ রান। গড় রান ৩৩.৬৫। স্ট্রাইক রেট ১৪৩.১৯। তিনটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন বাহাতি এ অলরাউন্ডার। শীর্ষ পাঁচে থাকা অন্য দুই ক্রিকেটার হল মোহাম্মদ আশরাফুল (৬১৬) ও এনামুল হক বিজয় (৬১১)।এমআর/আরআইপি
Advertisement