বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।

Advertisement

বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আঁখি জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷

তিনি বলেন, ‘মাশাল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য।’

Advertisement

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা।

এলএ/এমকেএইচ