রাজনীতি

সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন বিএনপি নেতা ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও তার স্ত্রী কানিজ ফাতেমা করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তারা।

টিকার প্রথম ডোজ নেয়ার পর ফারুক ও তার স্ত্রীর কোনো তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলেও জানান ফারুক।সবাইকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ফারুক দম্পতি।

Advertisement

কেএইচ/এমএসএইচ/জেআইএম