নোয়াখালীতে একদিনে আরও ৭০ জনে করোনা শনাক্ত হয়েছে। একইদিন জেলায় করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ৩১ জনে ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।
Advertisement
সোমবার (১৯ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, সোমবার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। এ দিন বেগমগঞ্জে একজন রোগীর মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে, নোয়াখালী সদরে ২৫ জন, সূবর্ণচরে তিনজন, হাতিয়ায় দুইজন, বেগমগঞ্জে ২৬ জন, সোনাইমুড়িতে ৯ জন, চাটখিলে একজন, সেনবাগে দুইজন, কোম্পানীগঞ্জে একজন ও কবিরহাটে একজন রোগী রয়েছেন।
Advertisement
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ছয়জন। মোট সুস্থ রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬০৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৭৮ শতাংশ।
উপজেলা ভিত্তিক এ পর্যন্ত করোনা ভাইরাসে নোয়াখালী সদরে দুই হাজার ২৩৮ জন, সুবর্ণচরে ৩৮২ জন, হাতিয়ায় ১৪৭ জন, বেগমগঞ্জে এক হাজার ৫১১ জন, সোনাইমুড়ীতে ৪৫৬ জন, চাটখিলে ৩৩৯ জন, সেনবাগে ৪৩৫ জন, কোম্পানীগঞ্জে ৭৫৭জন ও কবিরহাটে ৭৬৬ জন আক্রান্ত হয়েছেন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী সদরে ১৫ জন, সূবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ৩১ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে ১০ জন, সেনবাগে ১৬ জন, কোম্পানীগঞ্জে তিনজন ও কবিরহাটে ১৬ জনের মৃত্যু হয়েছে।
জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৩২১জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৪ জন।
Advertisement
এসএমএম/জেআইএম