করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজও চিকিৎসকরা তার গুলশানের বাসায় গিয়েছেন।
Advertisement
সোমবার রাত সোয়া দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ২ জন চিকিৎসক ফিরোজায় প্রবেশ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া দশটার দিকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাড়ে দশটার দিকে ডা. আল মামুন প্রবেশ করেন।
গতকাল (রোববার) স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ।
Advertisement
এর আগে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান শেষে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী বেগম খালেদা জিয়ার শরীরে করোনার সংক্রমণ খুবই সামান্য। যে কারণে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন।
এরপর থেকে চিকিৎসকরা তার বাসায় গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়।
কেএইচ/এমএইচআর
Advertisement