জাতীয়

পল্লবীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হোসাইন গ্রেফতার

পল্লবীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হোসাইন গ্রেফতার

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে এলকার শীর্ষ সন্ত্রাসী হোসাইনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১০টি ককটেল, ১.৫ কেজি গান পাউডার ও বোমা তৈরির বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করা হয়।পল্লবী থানার অফিসার ইনচার্জ দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেইউ/এআরএস/এমএস

Advertisement