ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে থাকা বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) একটি ওয়ার্ড লকডাউন করে কর্তৃপক্ষ।
Advertisement
বর্তমানে জি কে শামীম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৯ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, জি কে শামীম অসুস্থ হলে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে তাকে ১৪ এপ্রিল বিএসএমএমইউতে নেয়া হয়। সেখানে তার করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে।
Advertisement
সংশ্লিষ্ট সূত্র জানায়, জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের ভেতরে যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ড লকডাউন করা হয়েছে। এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গ্রেফতার হন জি কে শামীম। বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে তার নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। গ্রেফতারের আগে জি কে শামীম নিজেকে যুবলীগের নেতা বলে দাবি করতেন।
জেডএইচ/এমকেএইচ
Advertisement