পবিত্র রমজান ও করোনাভাইরাস মহামারিকালে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১১০ প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সোমবার (১৯ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) প্রদত্ত ক্ষমতাবলে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য কেনা-বেচা করতে সতর্ক করে অধিদফতরের অভিযান পরিচালনাকারী টিম।
বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়। করোনা থেকে সুরক্ষার জন্য অধিদফতরের পক্ষ থেকে ব্যবসায়ী ও ভোক্তা তথা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
Advertisement
ঢাকা মহানগরীর কাওরান বাজার, মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নম্বর বাজার, রাইনখোলা বাজার, কল্যাণপুর কাঁচাবাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউনহল বাজার, মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজার, সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও রোজিনা সুলতানা। সেইসঙ্গে ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত মোবাইল টিমের সঙ্গে বাজার তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী, প্রণব কুমার প্রামাণিক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
তদারকিকালে সবজি, ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১১০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।
Advertisement
এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, পবিত্র রমজানে ও কোভিড মাহামারিকালে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অধিদফতরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন সরকারি আইন মেনে ও স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান তিনি।
ইএআর/এমআরআর/এমএস