নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। গ্রুপ এ`র প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে জাহানারা-সালমারা। শনিবার ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আয়েশা রহমানের ৩০ ও ফারজানা আহমেদের অপরাজিত ২৩ রানের সুবাদে ১০৫ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। শাইলা শারমিন ১৭ ও শারমিন আক্তার ১২ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। বাংলাদেশের দেওয়া ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে থাইল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ২০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা, ১৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৩২ রানেই। বাংলাদেশের পক্ষে রিতু মনি আর দুই স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ তিনজনই দুটি করে উইকেট নেন। উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় ২০১৬-নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দশটি দল অংশগ্রহণ করবে। আটটি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। শেষ দুটি দল বাছাইপর্বের বাধা টপকে মূল বিশ্বকাপে খেলবে।এমআর/এমএস
Advertisement