`জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই` এ দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। শনিবার সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্যারিস চুক্তিতে আইনী বাধ্যতার আওতায় দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ নীতি মেনে কোনো অবস্থাতেই ঋণ নয়, উন্নয়ন সহায়তার অতিরিক্তি ও নতুন অনুদানকে স্বীকৃতি দিয়ে জলবায়ু অর্থায়নের সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণসহ ১২টি বৈশ্বিক ও ২টি জাতীয় দাবি তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সাইদুল ইসলাম রেজা, মাহবুবুর রহমান মিন্টু, গৌরী চন্দ বর্মন প্রমুখ। এর আগে শহরের কাঁঠাল বাগিচার টিআইবির কার্যালয় থেকে একটি পদযাত্রা শুরু হয়ে ক্লাব সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।আব্দুলাহ/এসএস/এমএস
Advertisement