লাইফস্টাইল

আস্ত ডালের মুচমুচে পেঁয়াজু তৈরির সহজ রেসিপি

ইফতারে পেঁয়াজু ছাড়া কি চলে! ছোট-বড় সবাই পেঁয়াজু পছন্দ করে থাকেন। তবে সময়ের অভাবে অনেক সময়ই পেঁয়াজু তৈরি করা ঝামেলার মনে হয়ে থাকে।

Advertisement

বিশেষ করে ডাল বাটা অনেকের কাছেই ঝামেলার মনে হয়। তারা চাইলেই সহজ এক পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন আস্ত ডালের মুচমুচে পেঁয়াজু।

১০-১৫ মিনিটের মধ্যেই ভেজানো ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। চলুন তবে জেনে নিন রেসিপি-

উপকরণ:

Advertisement

১. মসুর ও খেসারি ডাল ১ কাপ২. পেয়াজ কুচি ২ টেবিল চামচ৩. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ৪. লবণ স্বাদমতো৫. হলুদের গুঁড়ো আধা চা চামচ৬. বেসন ২ টেবিল চামচ৭. সচালের গুড়ো ২ টেবিল চামচ৮. আদা ও রসুন বাটা আধা চা চামচ৯. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ১০. তেল ভাজার জন্য

পদ্ধতি:

প্রথমে ডালগুলো ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়ে তেল ছাড়া সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে।

যদি মনে হয় উপকরণগুলো শুকনো হয়ে গেছে; তাহলে অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর যদি ডো তৈরি না হয়, তাহলে সামান্য বেসন মিশিয়ে নিতে হবে। তারপর প্যানে তেল গরম করে নিন। এরপর ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার মতো তৈরি করে ডুবো তেলে ছেড়ে দিতে হবে।

Advertisement

পেঁয়াজুগুলোকে গাঢ় বাদামি রঙা করে ভেজে নিন। তারপর একটি কিচেন টিস্যুর উপর তুলে নিলে অতিরিক্ত তেল শুষে নেবে।

তৈরি হয়ে গেল আস্ত ডালের মুচমুচে পেঁয়াজু। ইফতারে পরিবারসহ উপভোগ করুন মজাদার এ পেঁয়াজু।

জেএমএস/জিকেএস