দেশজুড়ে

সামেকে করোনায় দুইজনের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টা ও সোয়া ১টায় মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

Advertisement

মৃত ব্যক্তিরা হলেন, যশোরের ঝিকরগাছার খুরশা গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী লিপি (৩৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে মোশারফ হোসেন (৮৬)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে লিপি সামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

এদিকে গত ৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে শহরের পলাশপোল এলাকার মোশারফ হোসেন সামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ১টায় তার মৃত্যু হয়।

Advertisement

এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১৬৩ জন।

সামেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/জেআইএম

Advertisement