সাভারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক (পিআর) মো. জাহিদুর রহমান।
Advertisement
মৃতদের মধ্যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিল ছয়জন। এদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল কাফি (৬৪), আফতাব উদ্দিন শেখ (৫৩), বাবুল মিয়া (৬৪), ইমরান মাহমুদ জুলহাস (৩৭), ছালেহা হক (৪৫) ও সাবিনা ইয়াসমিন (৭২)।
এছাড়া সাভারের অমরপুর এলাকায় করোনা আক্রান্ত হয়ে বাবলু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সাভারে সর্বমোট করোনায় মৃত্যুর সংখ্যা ৪৪ জন।
Advertisement
এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুনুর রশীদ বলেন, সকাল থেকে হাসপাতালে করোনায় চারজন পুরুষ ও দুইজন নারী মারা গেছেন। এছাড়া হাসপাতালে ৮৫ জন করোনা রোগী রয়েছেন।
উল্লেখ্য, সাভারে ১৮ এপ্রিল পর্যন্ত সরকারিভাবে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৭২ জনের। এদের মধ্যেসর্বমোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ২৩৫ জন।
এছাড়া গত ১৭ এপ্রিল নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৪ জনের। এরমধ্যে নতুন করে আরো ২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আল-মামুন/এসএমএম/জিকেএস
Advertisement