দেশজুড়ে

পরিত্যক্ত অবস্থায় মিলল ৫০ মণ জাটকা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী সংলগ্ন কবুতরখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ মণ (২ হাজার কেজি) জাটকা জব্দ করেছে মাওয়া কোস্টগার্ড।

Advertisement

সোমবার ভোর ৬টার দিকে কবুতরখোলা এলাকায় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি গ্যালন থেকে এসব জাটকা জব্দ করা হয়।

তবে অভিযানে জাটকা মজুতকারীদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, জাটকা মজুতের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কবুতরখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি গ্যালনে এসব জাটকা জব্দ করা হয়।

Advertisement

তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে সকাল ৯টার দিকে জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস