করোনা পরিস্থিতিতে অক্সিজেন দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়া প্রয়োজন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভারতের কয়েকটি রাজ্য সরকারের আবেদনের পর কাজে নেমেছে দেশটির রেলওয়ে।
Advertisement
করোনার রোগীদের চিকিৎসায় অক্সিজেন অন্যতম জরুরি একটি উপাদান। দেশটির বিভিন্ন রাজ্যেই পর্যাপ্ত অক্সিজেনের যোগান নেই বলে দাবি করা হচ্ছে। এ অবস্থায় মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সরকার রেলের কাছে আবেদন করেছে দ্রুত সেখানে অক্সিজেন পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লিকুইড মেডিকেল অক্সিজেন পরিবহনের জন্য ‘রোল অন রোল অফ’ বা 'আরও আরও' পদ্ধতি ব্যবহার করা হবে। এই পদ্ধিতে সড়ক পথে অক্সিজেন পরিবহনকারী ট্যাঙ্কারগুলোকে তুলে নেয়া হবে ‘অক্সিজেন এক্সপ্রেসে’র রেলের সমতল ওয়াগনের ওপর।
এভাবে ট্যাঙ্কারকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হবে। সেখান থেকে ট্যাঙ্কারগুলো সড়ক পথে হাসপাতালে পৌঁছে যাবে। ভারতের মধ্যপ্রদেশে রোববার অক্সিজেনের অভাবে অন্তত ৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর এসেছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে এবার কার্যত গ্রিন করিডোর তৈরি করে অক্সিজেন পরিবহনের পরিকল্পনা করেছে ভারত সরকার।
Advertisement
এমএইচআর