ধাঁধা : ১. একটি নদীর এপার শোয়া শেয়াল ওপার শোয়া শেয়াল। - বলুন তো কয়টি শিয়াল?২. একটি দোকানে ৫টি খালি প্রাণ আপের বোতল দিলে একটি ভরা প্রাণ আপের বোতল দেয়। যদি একজনের কাছে ৭৭টি খালি বোতল থাকে তবে সে মোট কয় বোতল প্রাণ আপ খেতে পারবে? ৩. দাবা বোর্ডে কম করে কয়টা মন্ত্রী দিয়ে সব কয়টা ঘর আক্রমন করা যাবে?৪. চড় দিলাম চিমটি নিলাম বাকি থাকে কত? ৫. ‘ডাটে বাবু হাটে যায়, একশ’ একটা জামা গায়।’- এই বাবুর নাম কী? উত্তর :১. ২টা২. ১৯টি৩. ৭টা ৪. ৩টা ৫. বাঁধাকপি
Advertisement
এসইউ/এমএস